ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এলো রক গানের ৩ অ্যালবাম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জুন ২, ২০১৬
এলো রক গানের ৩ অ্যালবাম 

নির্ঝর, দৃক, অ্যাশেস, ডিলিট, ভেনোমাস, কোরালস, ঘুণপোকা, এনএক্সএল, মিলিপুটস, সাইকেল, দশমিক, মহান সিক্স স্ট্রিং- ঢাকা ও কলকাতার ব্যান্ড এগুলো। তাদের গান নিয়ে প্রকাশ হলো অ্যালবাম ‘রকহোলিক-তিন’।

এসেছে ডি রকস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ব্যান্ড একলিপ্সর প্রথম অ্যালবাম ‘পৃথিবীর প্রহর’। গিটারবাদক সাজ্জাদ আরেফিনের প্রথম গিটার ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম ‘অপারেশন অ্যাংরি মেশিন’ও এখন বাজারে। এই তিনটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে একসঙ্গে।  

বুধবার  (১ জুন) বিকেলে ধানমণ্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হলো আজব রেকর্ডসের তিন অ্যালবামের প্রকাশনা উৎসব। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের তত্ত্বাবধানে ও নাবিদ সালেহীন নিলয়ের সমন্বয়ে এগুলোর মোড়ক খোলা হয়। অনুষ্ঠানে গান গেয়ে শোনায় সংশ্লিষ্ট শিল্পীরা।  

প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডসের  পক্ষে জয় জানান, এমন আয়োজন নিয়ে তারা নিয়মিতই শ্রোতাদের সামনে উপস্থিত হবেন। ঈদ উপলক্ষেও নতুন পরিসরে আসছে তাদের গান।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।