ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বড় হলো রিতেশ-জেনেলিয়া পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, জুন ১, ২০১৬
বড় হলো রিতেশ-জেনেলিয়া পরিবার জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখ

বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার ঘর আলো করলো আরেক পুত্রসন্তান। মঙ্গলবার দিবাগত রাতে নতুন অতিথির জন্ম হয়েছে।

তার বড় ভাই রিয়ান টুইটারে এ খবর শেয়ার করেছে। বুধবার (১ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সে লিখেছে, ‘আমার বাবা-মা আমাকে একটি ভাই উপহার দিয়েছে। এখন থেকে আমার সব খেলনা ওর। ’

এ খবর শোনার পর রিতেশ-জেনেলিয়া দম্পতিকে অভিনন্দনসূচক বার্তা পাঠিয়েছেন সদ্য মা হওয়া অর্পিতা খান শর্মা (বলিউড সুপারস্টার সালমান খানের বোন)।

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির কাজ করতে গিয়ে প্রথম দেখা হয় রিতেশ-জেনেলিয়ার। ২০১২ সালে বিয়ের বন্ধনে জড়ান তারা। এর দুই বছর পর প্রথম পুত্রসন্তান রিয়ানের মুখ দেখেন দু’জনে।

এদিকে রিতেশকে সর্বশেষ গত বছর ‘বাঙ্গিস্তান’ ছবিতে দেখা গেছে। সামনে মুক্তি পাবে তার অভিনীত ‘হাউসফুল থ্রি’ ও ‘বানজো’।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।