ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বেগুণি লিপস্টিক বিতর্কে পুত্রবধূর পাশে অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, মে ৩১, ২০১৬
বেগুণি লিপস্টিক বিতর্কে পুত্রবধূর পাশে অমিতাভ অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে ঠোঁটে বেগুণি লিপস্টিক দিয়ে লালগালিচায় হাঁটার পর বিতর্কিত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাকে নিয়ে এখনও আলোচনার শেষ নেই।

তবে এই বিতর্কে প‍ুত্রবধূর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

বেগুণি লিপস্টিক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসির খোরাক হয়েছিলেন বচ্চন বধূ। তবে তা নিজের মতো করে সামলে নিয়েছিলেন ‘দেবদাস’খ্যাত এই তারকা।

সম্প্রতি ৭৩ বছর বয়সী এই অভিনেতার কাছে ঐশ্বরিয়ার বেগুণি লিপস্টিক বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি ঐশ্বরিয়াকে বেগুণি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে?

তিনি আরও বলেন, ‘এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা নিজেদের মনোভাব করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে ভক্তরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিলো না। সকলেরই নিজেদের মতামত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তা হলে তো তাতে কোনও ভুল নেই। ’

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।