ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে দুই বন্ধু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, মে ৩১, ২০১৬
একসঙ্গে দুই বন্ধু! আমির খান ও অনিল কাপুর

তাদের বন্ধুত্ব প্রায় ১৭ বছরের। এ কারণে অনিল কাপুরের কোনও অনুরোধই ফেলতে পারেন না আমির খান।

তাই অনিলের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘২৪’-এ দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে।

নতুন হলেও ‘২৪’ ধারাবাহিকটি অল্পদিনে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তাই এবার এই ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে আমিরকে।

এর আগে ‘সত্যমে জয়তে’ রিয়ালিটি শো-তে আমিরকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিলো। এ কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তাই এবার ছোটপর্দায় আরও একবার কাজ করতে চলেছেন আমির। তবে এখনও অভিনয় করার বিষয়ে পুরোপুরি সম্মতি জানাননি ৫১ বছর বয়সী এই অভিনেতা। ধারাবাহিকের চিত্রনাট্য এবং চরিত্র পছন্দ হলে তবেই অভিনয়ের জন্য সম্মতি জানাবেন আমির।

১৯৯৯ সালে ‘মন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমির ও অনিল। সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব তৈরি হয়৷ এই বন্ধুত্বই দু’জনকে এবার এক ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছে জোগাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।