ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

লতা-শচীনকে অপমান! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মে ৩১, ২০১৬
লতা-শচীনকে অপমান! (ভিডিও)

ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে ব্যঙ্গ করেছেন কমেডিয়ান তারকা তন্ময় ভাট। এ জন্য বিপাকেও পড়তে হয়েছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তন্ময়। যেখানে দেখা যাচ্ছে, তন্ময় শচীনের কণ্ঠ ব্যঙ্গ করে বিরাটকে গালাগাল করছেন। অন্যদিকে লতা মঙ্গেশকর যখন বিরাটের পক্ষে কথা বলেন- তখন তাকে ৫ হাজার বছরের বুড়ি বলে সম্বোধন করছেন শচীন। সবকিছুই করেছেন তন্ময়। তিনি স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে ভিডিওটি তৈরি করেন।

এআইবি কমেডি শো খ্যাত তন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এ ছাড়া তাকে মারধরের হুমকি দিয়ে তারা আরও বলেন, ‘ভারতরত্ন শচীন টেন্ডুলকার এবং লতা মঙ্গেশকরকে যেভাবে অপমান করা হয়েছে তা সহ্য করা হবে না। ’

জানা গেছে, ভিডিওটি গুগল এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই পুলিশ।

* লতা ও শচীনকে নিয়ে ব্যঙ্গ করার সেই ভিডিও :

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।