ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আরবাজ-সানির প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, মে ৩০, ২০১৬
আরবাজ-সানির প্রেম! আরবাজ খান ও সানি লিওন

টেলিভিশন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। আর এরই মধ্যে ‘তেরা ইনতেজার’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানি।

এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খান।

‘তেরা ইনতেজার’-এর  মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন রাজীব ওয়ালিয়ার। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ান দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, ছবির জন্য প্রথমে আরবাজ চুক্তিবদ্ধ হয়েছেন, এরপর গত তিন মাস যাবত সানি লিওনকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করছিলেন। কিছুদিন আগে এতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন। ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। আগস্ট মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।
   
সর্বশেষ ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে দেখা গেছে সানি লিওনকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘বেঈমান ইশক’। এখানেই শেষ নয়, বলিউড কিং শাহরুখ খানের ‘রায়ীস’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বিএসকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।