ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

লাজুক ও দেশপ্রেমিক বলেই হলিউডে নেই শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, মে ৩০, ২০১৬
লাজুক ও দেশপ্রেমিক বলেই হলিউডে নেই শাহরুখ শাহরুখ খান

হলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন বিশ্বের নানা প্রান্তের অগণিত ভক্ত ও অনুসারী।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া হলিউড ছবি ‘বেওয়াচ’ ও দীপিকা পাড়ুকোন ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ দ্য জ্যান্ডার কেজ’-এর কাজ করেছেন।

 
কিন্তু বলিউডের বাদশা হওয়ার পর এখনও পর্যন্ত হলিউডের কোনো ছবিতে দেখা যায়নি শাহরুখ খানকে। ভবিষ্যতে দেখা যাবে কি-না এমন প্রশ্নের জবাবে কিং খান বলেন, ‘হলিউডে কাজ না করার প্রধাণ ক‍ারণ হলো লজ্জা। চরিত্রের দিক থেকে লাজুক হওয়ার নতুন পরিবেশে অপ্রতিভ হয়ে পড়ি। এজন্য আন্তর্জাতিক অঙ্গনের কোনো ছবিতে আমাকে দেখা যায় না। এমনকি কখনও দেখাও যাবে না। ’
 
হলিউড ছবিতে কাজ না করার আরও একটি কারণ জানিয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। সেটি হলো দেশপ্রেম। হলিউড নয়, ভারতীয় সিনেমার জন্য কাজ করতে ভালোবাসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।