ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নাটকের নাম ‘প্যাঁচ ফোড়ন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মে ৩০, ২০১৬
নাটকের নাম ‘প্যাঁচ ফোড়ন’

শিরোনামই বলে দিচ্ছে এটি একটি হাস্যরসাত্মক নাটক। ঠিক এই শিরোনামেই আসছে নতুন একটি ধারাবাহিক।

‘প্যাঁচ ফোড়ন’- এ অভিনয় করেছেন এ সময়ের শিল্পীরা।

ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপর্ণা ঘোষ, লুৎফর রহমান জর্জ, সোনিয়া হোসেন, চঞ্চল চৌধুরী, নওশীন, মিশু সাব্বির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, শামীমা নাজনীন, প্রাণ রায়, কুমকুম হাসান, মুকিত জাকারিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, প্রভা, তানজিন তিশা, সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম প্রমুখ।

নির্মাতাসূত্রে জানা যায়, ‘প্যাঁচ ফোড়ন’ প্রচার হবে চ্যানেল আইতে। ৩১ মে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে এর প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।