ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

জেরিনের ঋণ স্বীকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মে ২৮, ২০১৬
জেরিনের ঋণ স্বীকার

সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছেন জেরিন খান। ২০১০ সালে সালমানের সঙ্গে ‘বীর’-এ তার অভিষেক বেশ ভালোই ছিলো।

এক বছর পর ‘রেডি’র মাধ্যমে অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন। এ কারণে নায়কের প্রতি ঋণ স্বীকার করেছেন জেরিন। সল্লুর নতুন নতুন ছবিতে কাজ করতে আগ্রহী এই নায়িকা।

বলিউডে নিজের জায়গার জন্য সালমানকে কৃতজ্ঞতা জানাতে চান কি-না এমন প্রশ্নের উত্তরে জেরিন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই, আমি এটা স্বীকার করি। সালমান খানের সাহায্য ছাড়া আমি আজ বলিউডে কাজ করতে পারতাম না। তিনি যদি আমাকে উৎসাহিত না করতেন তাহলে আমি কখনও অভিনেত্রী হওয়ার কথা ভাবতেও পারতাম না। ’

সালমানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, “সালমানের সঙ্গে ‘দাবাং’-এর নতুন কিস্তিতে অভিনয় করতে চাই। আমার ইচ্ছে তার সঙ্গে যেন আরও কিছু নতুন ছবিতে অভিনয় করি। ’

২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘হেট স্টোরি থ্রি’তে। জেরিন এখন ব্যস্ত আছেন সাই কবীরের ছবি ‘ডিভাইন লাভার্স’-এর কাজ নিয়ে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।