ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

৪ বছর পর সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ২৬, ২০১৬
৪ বছর পর সালমান-ক্যাটরিনা সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সর্বশেষ ২০১২ সালে কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ ছবিতে দেখা গিয়েছিলো সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। এরপর বহুবার একসঙ্গে কাজ করবেন বলেও তা আর হয়ে ওঠেনি।

 অবশেষে দীর্ঘ বিরতির পর আবার জুটিবদ্ধ হচ্ছেন সল্লু-ক্যাট।

রাজকুমার সান্তোশির রোমান্টিক, অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে এই দুই তারকাকে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। তার বিপরীতে থাকবেন প্রাক্তন প্রেমিক সালমান খ‍ান। ছবিটি প্রযোজনা করবেন সালমানের বোন আলভিরা।
 
নতুন ছবি সম্পর্কে ক্যাটরিনার একটি ঘনিষ্ঠসূত্র জাসায়, রোমান্টিক ঘরানার এই ছবিটির চুক্তিবদ্ধ হওয়ার সময় ক্যাট এ ব্যাপারটি জেনেই প্রস্তুত হচ্ছেন যে, এতে তার বিপরীতে সালমান খান রয়েছেন।  ভালোবাসার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। তবে এর নাম এখনও চূড়ান্ত হয়নি।
 
এদিকে, পরিচালক সন্তোশির সঙ্গে দীর্ঘ সময় পর কাজ করবেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৪ সালের ক্ল্যাসিক ‘আন্দাজ আপনা আপনা’তে তারা তারা কাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।