ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আলোচিত হওয়ার জন্যই ঐশ্বরিয়ার বেগুনী লিপস্টিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, মে ২৬, ২০১৬
আলোচিত হওয়ার জন্যই ঐশ্বরিয়ার বেগুনী লিপস্টিক ঐশ্বরিয়া রাই বচ্চন

কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে বেগুনী লিপস্টিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন- এমনটাই জানিয়েছেন আরেক অভিনেত্রী সোনম কাপুর। এ বিষয়ে সোনমের ভাষ্য, ‘তার (ঐশ্বরিয়া রাই বচ্চন) ঠোঁট নিয়ে চর্চা হবে বলেই এমনটা করেছেন তিনি।

 
সোনম আরও বলেন, ‘ফ্যাশনের ধারনাটাই হচ্ছে, সবাই এটা নিয়ে কথা বলবে।  আমার মনে হয় ঐশ্বরিয়া এটিই চেয়েছিলেন। তিনি যা চেয়েছেন সেটি অর্জন করতে পেরেছেন।  আমি মনে করি বিষয়টি দারুন। ’

তবে বেগুনী লিপস্টিক নিয়ে ঐশ্বরিয়ার দাবি, তিনি যে পণ্যের (লরিয়েল প্যারিস) দূত হয়ে এসেছেন তাদের চাওয়া অনুযায়ী এমনটি করেছেন।  একই পণ্যের দূত সোনম বলেন, ‘আমি মনে করিনা এই জন্য ঐশ্বরিয়া বেগুনী লিপস্টিক মেখেছিলেন। আমার মনে হয়, কানে তার ১৫তম বছর পূর্ণ করার এটি দারুন বিষয়। সব জায়গায় তাকে নিয়েই আলোচনা হচ্ছিলো। ’
 
আলোচনায় আসতে কখনো বেগুনি লিপস্টিক ব্যবহার করবেন কি-না, এই প্রসঙ্গে সোনম বলেন, ‘আমি এর আগে বেগুনি লিপস্টিক ব্যবহার করেছি, এমনকি একটি ফটোশ্যুটের জন্যও বেগুনি লিপস্টিক লাগিয়েছি। কিন্তু কেউ আমাকে নিয়ে কথা বলেনি। ’

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।