ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

অপুকে প্রথম দেখি লুকিং গ্লাসে: মাহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মে ২৫, ২০১৬
অপুকে প্রথম দেখি লুকিং গ্লাসে: মাহি স্বামীর পাশে মাহিয়া মাহি, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিবাহোত্তর সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংবাদ সম্মেলনে স্বামী সম্পর্কে তিনি বলেন, ‘তিন বছর আগে থেকেই আমাদের পরিচয় ছিলো।

আমি অপুকে প্রথম দেখেছিলাম ওর গাড়ির লুকিং গ্লাসে। আমি সিলেটে ছবির শুটিংয়ে গিয়েছিলাম তখন। আর ওই পরিচয়ের মাধ্যমেই পরিবারিকভাবেই আমাদের এ বিয়ে। তবে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো না। '



বুধবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোরায় স্বামীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন মাহি। মাহি বলেন, ‘মাত্র এক সপ্তাহ আগে আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।   অনেকটা আকস্মিকভাবেই আমি বিয়েটা করে ফেললাম। ’

মাহি তার স্বামী পারভেজ মাহমুদ অপু সম্পর্কে বলেন, ‘আমি ওকে শুধু পছন্দ করেছি ওর সরলতার জন্য। আর হানিমুন কোথায় করবো তা এখনও জানি না।   তবে জুলাইতে সিলেটে  শ্বশুরবাড়ি যাবো। আমার প্রিয় জায়গা সিলেটেই প্রথম হানিমুন করবো। ’


মিডিয়ায় কাজের ব্যাপারে মাহি বলেন, ‘আমার কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দেবো। বছরে হয়তো একটি ছবিতে কাজ করবো। দর্শকরা যদি আমার ভক্ত হয় তবে তারা আমার একটি ছবি দেখার জন্যই অপেক্ষা করবেন। ’
 
মাহি সম্পর্কে তার স্বামী অপু বলেন, ‘মাহির রূপকে নয়, গুণকে ভালোবেসেছি। ওর মনটা অনেক ভালো। ’

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
জেএম/এসও/এসআর

**
মাহির হলুদ-ছবি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।