ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

অন্যরকম চরিত্রে রিচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মে ২৫, ২০১৬
অন্যরকম চরিত্রে রিচি ‘ডার্লিং’ নাটকের দৃশ্যে রিচি সোলায়মান ও সিয়াম

জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসায় বেঁচে থাকার ইচ্ছে ও শক্তি হারিয়ে ফেলেন রানী (রিচি সোলায়মান)। এ অবস্থায় অদ্ভুত এক সিদ্ধান্ত নেন রানী।

নিজের কবরের জমি কিনতে উদ্যোগী হলেন তিনি।

জমি কেনার জন্য একটি কোম্পানির সেলসম্যানের দারস্থ হন রানী। একই সেলসম্যান উঁচুতলার মানুষ রায়হান সাহেবের জন্যও জমি কেনার বায়না করে। বিপত্তি বাধে এখানেই। রায়হান জানতে পারেন যে, রানীও সেখানে জমি কিনছে। তাই কোম্পানিকে  আপত্তি জানিয়েছেন রায়হান। কারন হিসেবে তিনি উল্লেখ করেন যে, রানী একজন যৌনকর্মী।

গল্পের একপর্যায়ে দেখা যাবে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই রানীর সঙ্গে সময় কাটিয়েছেন রায়হান। এমন গল্প নিয়ে এগিয়েছে টেলিছবি ‘ডার্লিং’-এর কাহিনি। শাহীন স্বাধীনের রচনা ও পরিচালনায় এতে যৌনকর্মী রানীর ভূমিকায় অভিনয় করেছেন রিচি সোলায়মান।

রিচির পাশাপাশি ‘ডার্লিং’-এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, সিয়াম প্রমুখ। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবি।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।