ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

মাহির হলুদ-ছবি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, মে ২৫, ২০১৬
মাহির হলুদ-ছবি!

খুবই সাদামাটা আর ঘরোয়াভাবে হয়ে গেলো চিত্রনায়িকা মাহির হলুদ অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ মে) রাতে উত্তরায় মাহির গায়ে হলুদে উপস্থিত ছিলেন কাছের বন্ধুরা।

এই তথ্য জানিয়েছেন মাহির বন্ধু ফাহমিদা রুপন্তী মৌ। ফেসবুকে মৌ নায়িকা মাহির গায়ে হলুদের কয়েকটি ছবিও পোস্ট করেছেন।

পারভেজ মাহমুদ অপু নামের একজনকে বিয়ে করছেন মাহি। সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা রয়েছে অপুর। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবেই এই বিয়ে হচ্ছে।

এদিকে বুধবার (২৫ মে) সকালে মাহির উত্তরার বাসায় বাগদান ও আকদ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বরকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন জনপ্রিয় এই নায়িকা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।