ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

মাহি আবার বিজ্ঞাপনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, মে ২৪, ২০১৬
মাহি আবার বিজ্ঞাপনে মাহি- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রসাধনসামগ্রী ফেয়ার অ্যান্ড লাভলি ও কোমল পানীয় ইউরোকোলার পর নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহি। এবার তাকে দেখা যাবে রেফ্রিজারেটরের (ফ্রিজ) গুণগান করতে।

 

মঙ্গলবার সকালে (২৪ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে মাহি বলেন, ‘বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিলো। অবশেষে রাজি হয়েছি। নিরবে শুটিংও শেষ করেছি। ’

মাহি জানান, ওয়ালটন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার জন্য তিনি গিয়েছিলেন শ্রীমঙ্গলে। ১৯ ও ২০ মে সেখানে শুটিং করেছেন। এটি পরিচালনা করেছেন ফাহাদ।  

বিজ্ঞাপনচিত্রটিতে তার উপস্থিতি কেমন হবে- এ নিয়ে মুখ খোলেননি মাহি। শুধু বলেছেন, এটি জিঙ্গেল নির্ভর নয়। নাটকীয়তা থাকছে, সঙ্গে চমকও।  

কোমল পানীয় ইউরোকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর কিছুদিন আগে ভারতে এর বিজ্ঞাপনে শুটিংয়ে অংশ নিয়েছেন মাহি। এর প্রচার শুরু হয়নি এখনও। কাছাকাছি সময়ে শুটিং করায় একই সময়ে প্রচারে আসতে পারে মাহির দুটি বিজ্ঞাপন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসও   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।