ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ভূমিকা ফিরছেন ১৩ বছর পর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ২৩, ২০১৬
ভূমিকা ফিরছেন ১৩ বছর পর  ভূমিকা চাওলা

যেন উপসংহার (শেষ) থেকে ফিরছেন ভূমিকা চাওলা। সমালোচকদের মতে, ১৩ বছর বলিউডের বাইরে থাকা মানে ফুরিয়ে যাওয়া।

সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘তেরে নাম’ ছবি করে কোথায় যেন হারিয়েই গিয়েছিলেন ভূমিকা!  

১৩ বছর আগে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনিই ভূমিকা চাওলা। সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

২০০৭ সালের পর আর বলিউড দর্শক দেখেনি ভূমিকাকে। কিন্তু দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন নায়িকা। আবার ফিরছেন বলিউডে। ছবির নাম ‘লাভ ইউ আলিয়া’। আগামী মাসেই মুক্তি পেতে পারে ছবিটি।  

সূত্র বলছে, সানি লিওন আছেন এই ছবিতে,  ছোট একটি চরিত্রে। এতো বছর পর বলিউডে ফিরে কেমন লাগছে ভূমিকার? ‘আমার চরিত্রটি খুব পাওয়ারফুল। আর যে ভাবে লেখা হয়েছে, তাতে আমি খুব খুশি। আমার ক্যারিয়ারে এর আগে এমন চরিত্রের প্র্রস্তাব পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন’- বললেন ৩৭ বছর বয়সী ভূমিকা।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।