ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘প্রিয় খেলোয়াড়কে সহশিল্পী হিসেবে পেয়েছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, মে ২৩, ২০১৬
‘প্রিয় খেলোয়াড়কে সহশিল্পী হিসেবে পেয়েছি’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে শ্রাবণ্যর বেশ সখ্যতা। এবার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় এই মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা।

একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন দুই অঙ্গনের দুই তারকা মাশরাফি ও শ্রাবণ্য। সম্প্রতি মেজবাউর রহমান সুমনের বানানো রবি ও স্যমসাংয়ের অফার নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন তারা।

বাংলানিউজের সঙ্গে আলাপে শ্রাবন্য বললেন, ‘ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করার কারণে মাশরাফি ভাইয়ার সঙ্গে পরিচয় ছিলো। আমার খুব ভালো লাগছে এই কারণে যে, প্রিয় খেলোয়াড়কে সহশিল্পী হিসেবে পেয়েছি। ’

বরাবরের মতোই শ্রাবন্য উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন করে এশিয়ান টিভির ৩০ পর্বের একটি লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানের কাজেও যুক্ত হয়েছেন। পুরো রমজান মাসজুড়ে এটি প্রচার হবে।

অন্যদিকে চ্যানেল আইসহ কয়েকটি চ্যানেলে প্রচার হবে শ্রাবণ্যর উপস্থাপনায় রান্নার অনুষ্ঠান ‘প্রাণ প্রিমিয়ার ঘি স্টার কুক’। এটাও রোজার দিনগুলোতে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।