ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

হুমার নতুন খবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মে ২১, ২০১৬
হুমার নতুন খবর হুমা কোরাইশী

মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ও মডেল হুমা কোরাইশীকে। রাহাত ফতেহ আলীর গাওয়া গানটির দৃশ্যধারণ শুরু হবে আসছে সপ্তাহে।

এতে হুমার সহশিল্পী বিদ্যুৎ জামওয়াল।

টি-সিরিজের ব্যানারে তৈরি হয়েছে রাহাত ফতেহ আলীর গানটি। প্রতিষ্ঠানটির পক্ষে শুক্রবার (২১ মে) প্রিয়া গুপ্তা টুইটারে এসব তথ্য দিয়েছেন। ২৯ বছর বয়সী হুমা গানটির দৃশ্যধারণে অংশ নিতে গোয়া যাবেন।  

এর আগে একই প্রতিষ্ঠানের একটি গানে মডেল হয়েছেন হুমার ভাই শাকিব সেলিম। শানের গাওয়া ‘তুম হো তো’ গানে সেলিমের সঙ্গে আছেন অভিনেত্রী তাপসী পান্নু।     

এদিকে শাকিব বোন হুমার সঙ্গে অভিনয় করবেন একটি ছবিতে। হলিউডের ওই ছবিটি হিন্দিতে রিমেক হচ্ছে। এ নিয়ে বোনকে উদ্দেশ্য করে টুইটও করেছেন শাকিব সেলিম। সেখানে তিনি লিখেছেন, ‘বোন, এবার তোমার পালা। ’

হুমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘ডি ডে’, ‘এক থি ডায়ান’, ‘দেড় ইশকিয়া’ ও ‘বাদলাপুর’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।