ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাকিব খান চটেছেন

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মে ২০, ২০১৬
শাকিব খান চটেছেন শাকিব খান-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাকিব খান হাউমাউ করে কাঁদছেন- এমন একটি দৃশ্য জিআইএফ (দ্য গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ হিসেবে ব্যবহার করে একটি ট্রল বেরিয়েছে। অন্তর্জাল দুনিয়ায় এটি অনেকের নজর কেড়েছে।

বিশেষ করে ফেসবুকে এর শেয়ারও প্রচুর। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা এই ট্রল দেখে চটেছেন কিংখান শাকিব।

শুক্রবার (২০ মে) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, ‘এটা বেশ অন্যায় কাজ। কারো পণ্যের প্রচারে আমি থাকবো আর আমি জানবো না! এটা হতে পারেনা। ’

জনপ্রিয় এই নায়ক জানান, প্রাণ ক্র্যাকোর ‘পাফ-কর্ন’ নামের পন্যের অনলাইন প্রচারে ব্যবহার করা হচ্ছে শাকিব খানের ওই ছবিটি। শাকিব খান অভিনীত ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির আলোচিত কান্নার দৃশ্যটি জিআইএফ ইমেজ আকারে দেওয়া হয়েছে এখানে। এর ওপরে লেখা হয়েছে, ‘যখন কেউ পাফ-কর্ণ কেড়ে নিয়ে যেতে চায়’। নিচের কোনায় রয়েছে প্রাণ ক্র্যাকোর পাফ-কর্ণ-এর ছবি। প্রাণ ক্র্যাকোর ফেসবুক পেজ থেকে এটি শেয়ার করা হয়েছে।

শাকিব খান বলেন, ‘তারকাদের ছবি ব্যবহার করে ফেসবুকে অনেকেই ট্রল তৈরি করেন। সেগুলো আমিও উপভোগ করি। এ নিয়ে বলার কিছু নেই। নির্মল বিনোদনের জন্য ভক্তরা এটা করতেই পারেন। এতে দোষের কিছু নেই। ’

এ ঘটনায় ক্ষুব্দ শাকিব যোগ করে বলেন, ‘কিন্তু কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের জন্য বা নিজেদের পণ্যের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া তারকার ছবি ব্যবহার করে, তবে সেটা অন্যায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ’

শাকিব আরও বলেন, ‘আমি আশা করবো সংশ্লিষ্টরা এই ট্রলটি সরিয়ে নেবেন। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নেবো। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ২০, ২০১৬

এসও   

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।