ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মে ২০, ২০১৬
কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

কিছুদিন আগে প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্ম‍া। এক অপরকে টুইটার থেকেও আনফলো করে দিয়েছিলেন।

এসব পুরনো খবর। নতুন তথ্য হলো, আবার কাছাকাছি আসতে শুরু করেছেন আলোচিত এই জুটি।

সম্প্রতি আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যদের জন্যে পার্টির আয়োজন করেছিলো  ইডিও নামক একটি রেস্তোঁরায়। সেই পার্টিতে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে আনুশকাকেও। এরপর থেকেই গুঞ্জন- একে অপরের কাছে ফিরে এসেছেন তারা।

 
১৪ মে গুজরাত লায়ন্সকে হারিয়ে জয় পেয়েছে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জন্য বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় বেঙ্গালুরুর জাপানিজ রেস্টুরেন্ট ইডিওতে আয়োজন করা হয়েছিলো পার্টির। সেখানেই তোলা একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বিরাট। যেখানে দেখা যাচ্ছে, রেস্টুরেন্টের শেফদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বিরাট-আনুশকা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২০ মে, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।