ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রেমিকার জন্য নিরাপত্তারক্ষী নিযুক্ত করলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, মে ২০, ২০১৬
প্রেমিকার জন্য নিরাপত্তারক্ষী নিযুক্ত করলেন সালমান সালমান খান ও লুলিয়া ভানটুর

কিছুদিন আগে বলিউড মহলে গুঞ্জন উঠেছে আগামী ২৭ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সালমান খান ও তার প্রেমিকা লুলিয়া ভানটুর। এরপর থেকেই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন লুলিয়া।

তার ছবি এবং ভিডিও ফুটেজ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন পাপারাজ্জিরা। এসব অবস্থায় যাতে লুলিয়াকে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয় এ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন সালমান।

টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, বিয়ের গুঞ্জন ওঠায় লুলিয়াকে নিয়ে মিডিয়া মাতামাতি করবে সালমান হয়তো সেটি ভালোভাবেই জানতেন। এ কারণে, প্রেমিকার নিরাপত্তার জন্য তিনজন দেহরক্ষী নিযুক্ত করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। মিডিয়ার কারণে এ রোমানিয়ান সুন্দরীকে যেনো কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয় সেদিকে খেয়াল রাখবেন দেহরক্ষীরা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।