ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রিচি ও তাহসানের প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মে ১৯, ২০১৬
রিচি ও তাহসানের প্রথম ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নাটকের সেটে শিল্পী ও অন্যরা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। আলোচিত অধিকাংশ অভিনেতাই কাজ করেছেন তার বিপরীতে।

এবারই প্রথম তার নায়ক হয়েছেন তাহসান। আসছে ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় এই দুই তারকা।

রিচি ও তাহসানকে নিয়ে ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নামের নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বুধবার (১৮ মে) রাজধানীর উওরায় শুরু হয়েছে শুটিং।

নাটক নির্মাতা জানান, গল্পে রিচির নাম বৃষ্টি ও তাহসানের নাম রাদিদ। এটি মূলত তাদের প্রেমকাহিনি। তিনি জানান, রিচি ও তাহসান প্রথমবার একসঙ্গে কাজ করলেও এই জুটির রসায়নটা দর্শক ভালোভাবে গ্রহণ করবেন। ‘সে রাতে বৃষ্টি ছিলো’ আসছে ঈদে দেখা যাবে আরটিভির পর্দায়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘন্টা, মে ১৯, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।