ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এই দিল্লিওয়ালির সঙ্গে প্রেম করছেন রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, মে ১৯, ২০১৬
এই দিল্লিওয়ালির সঙ্গে প্রেম করছেন রণবীর! রণবীর কাপুর ও ভারতী মালহোত্রা

রণবীর কাপুরের জীবনে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ এখন শুধুই অতীত। অন্যদিকে, বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, একটা নাম ভারতী মালহোত্রা।

ভারতী বলিউডের নতুন কোনো অভিনেত্রী নন। বলিউড হার্টথ্রব রণবীরের নতুন গার্লফ্রেন্ড তিনি।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, এ ছাড়া খবরের শিরোনামেও এসেছিলো দিল্লির এক মেয়ের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে রণবীরের। তারপর থেকেই সকলেই উদগ্রীব ছিলেন সেই দিল্লিওয়ালিকে নিয়ে। অবশেষে সামনে এলেন ভারতী।
 
সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যম ভারতীর ছবি প্রকাশ করেছে। এ ছাড়া রণবীরের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, দিল্লির বাসিন্দা ভারতী মালহোত্রার প্রেমে আপাতত মজে আছেন রণবীর। বড় বোন ঋদ্ধিমা কাপুর সাইনির আয়োজনে একটি পার্টিতে তাদের প্রথমে দেখা হয়েছিলো। কিছুদিন আগে ‘জাগ্গা জাসুস’ ছবির দৃশ্যধারণের জন্য মরক্কোতে গিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। আর সেখানে তাকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন প্রেমিকা ভারতী।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।