ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

এই সেই ফারদিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, মে ১৮, ২০১৬
এই সেই ফারদিন! ফারদিন খান

এই সেই ফারদিন খান! প্রথম ছবির পর জয় করেছিলেন দর্শকের মন। বিশেষ করে নারীদের হৃদয়েও জায়গা পেয়েছিলেন হ্যান্ডসাম এই নায়ক।

কিন্তু এখন? কেমন আছেন ফারদিন? ছবি দেখেই সেটা আন্দাজ করা যায়।

বর্তমানের ফারদিনকে দেখলে অনেকে হয়তো মুখ ফিরিয়েও নিতে পারেন। কারণ, আগের মতো সুঠাম দেহ নেই তার। সম্প্রতি লখনৌর একটি অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে। তাকে দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে। কারণ শরীরে অত্যাধিক মেদ জমায় গলায় ভাঁজ স্পষ্ট হয়েছে। বয়সও যেন বেড়ে গেছে অনেক!

ওজন বেড়ে যাওয়ায় মানসিক অশান্তিতে ভুগছেন ৪২ বছর বয়সী এই অভিনেতা। এ কারণে লন্ডনের একজন সেলিব্রেটি ট্রেনারের কাছে নিয়মিত প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। এর আগে ২০১৪ সালে ৩ মাসের মধ্যে ১২ কেজি ওজন কমিয়েছিলেন ফারদিন।

দীর্ঘদিন ধরে বলিউড পাড়ায় নেই বলিউড অভিনেতা ফারদিন খান। ২০০২ সালে ‘কুছ তুম কাহো কুছ হাম কাহে’ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন ফারদিন। সর্বশেষ ২০১০ সালে ‘দুলহা মিল গায়া’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।