ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

২৭ ডিসেম্বর সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১৮, ২০১৬
২৭ ডিসেম্বর সালমানের বিয়ে! সালমান খান

বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের এই সুপারস্টার।

তবে একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় নজির গড়েছেন তিনি।

সালমান কবে বিয়ে করবেন,  এ নিয়ে আগ্রহের কমতি নেই অগণিত ভক্ত ও অনুসারীদের। অনেকদিন আগে খবরের শিরোনামে এসেছিলো চলতি বছরের শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আলোচিত এই অভিনেতা।

এবার হয়তো সেই খবর সত্যি হচ্ছে। বলিউড মহলে এখন গুঞ্জন চলছে, এ বছরের ২৭ ডিসেম্বের সাত পাঁকে বাঁধা পড়বেন ‘কিক’খ্যাত এই তারকা। দীর্ঘদিনের প্রেমিকা লুলিয়া ভানটুরকেই না-কি ঘরে তুলতে যাচ্ছেন সালমান।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে সালমানের মা সালমা খান ও বোন আলভিরা খানের সঙ্গে দেখা গেছে লুলিয়াকে। শুধু তাই নয়, ক’দিন আগে প্রীতি জিনতার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন সালমান-লুলিয়া।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।