ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

লোকজ গানের আসর ‘মনচোরা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, মে ১৮, ২০১৬
লোকজ গানের আসর ‘মনচোরা’

দেশাত্ববোধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে লোকগান ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব দরবারে- এমন প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে লোকগানের সংগঠন উজান। আগামী ১৯ মে তাদের তৃতীয় বর্ষপূর্তি।

এ উপলক্ষে দিনব্যাপী থাকছে বিভিন্ন আয়োজন।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হবে উজানের এই আয়োজন। তৃতীয় বর্ষপূর্তির আয়োজনে থাকছে লোকসংগীত অঙ্গনের প্রথিতযশা শিল্পী ও গবেষকদের আলোচনা, অতিথি শিল্পীদের বাউল গান পরিবেশনা ও উজানের শিল্পীদের সমন্বয়ে গানের আসর ‘মনচোরা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.. মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি থাকবেন লোকসংগীত গবেষক ও লোকসংগীত শিল্পী অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী । এছাড়া উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা ।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে বাউল গান পরিবেশন করবেন সুনামগঞ্জ  থেকে আগত শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল বশির উদ্দিন সরকার এবং লালন সাধক মানবান আনোয়ার শাহ্। আমন্ত্রিত দল হিসেবে লোকগান পরিবেশন করবে ঋষিজ শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র।
 
এছাড়া উজানের নিজস্ব পরিবেশনায় থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের কাহিনী গীত, বাউল গান, লোকজ গান, পালা গান, ময়মনসিংহ গীতিকা, কবি গান, বিচ্ছেদ গান ও বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের আসর ‘মনচোরা’। সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে বর্ণাঢ্য এসব আয়োজন চলবে রাত ৯ টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।