ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

শোবিজে শ্যামলকান্তির ছাত্রদের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মে ১৭, ২০১৬
শোবিজে শ্যামলকান্তির ছাত্রদের প্রতিবাদ (বাঁ থেকে) পান্থ কানাই, ইরেশ যাকের, মাজনুন মিজান, রওনক হাসান ও রিমু রোজা খন্দকার

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে পিটিয়ে কান ধরিয়ে উঠ-বস করানোর প্রতিবাদে সরব সারা দেশ। আন্দোলন শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এর সঙ্গে যুক্ত হয়েছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

সবাই যেন ভুক্তভোগী শিক্ষক শ্যামলকান্তির ছাত্র! নিজের ‘কানে ধরা’ ছবি পোস্ট করে ফেসবুকে চলছে এর প্রতিবাদ। ফেসবুকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ লিখছেন, ‘স্যরি শ্যামলকান্তি স্যার’, ‘ক্ষমা করবেন শ্যামলকান্তি স্যার’। আবার কেউ নিজেদের কানে ধরা ছবি ফেসবুকে প্রকাশ করছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন। বাদ নেই শোবিজ অঙ্গনের শিল্পীরা। কেউ কেউ নিজেদের প্রোফাইল ছবি বদল করেছেন।

স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে এমন ঘটনার প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় অনেকে স্ট্যাটাস দিচ্ছেন। আবার এর প্রতিবাদে বিভিন্ন গ্রুপ ও পেইজ খোলা হয়েছে। অনেকেই এর সঙ্গে যুক্ত হচ্ছেন। গত দুই দিনে এ রকম প্রায় অর্ধশত গ্রুপ পাওয়া গেছে- যাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নানা ধরনের স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। প্রতিবাদের পিছিয়ে নেই শোবিজ তারকারাও।

সংগীতশিল্পী পান্থ কানাই ও অভিনেতা ইরেশ যাকের ফেসবুকের প্রোফাইল ছবি বদলে সেখানে নিজের কান ধরা ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে একইভাবে অভিনেতা মাজনুন মিজান, রওনক হাসান, রামিজ রাজু, অভিনেত্রী রিমু রোজা খন্দকার, সাংবাদিক ইকবাল হোসাইন চৌধুরী, নাট্যকার গোলাম রাব্বানীসহ অনেকেই নিজেদের কানে ধরা ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।