ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আহত হলেন কৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, মে ১৭, ২০১৬
আহত হলেন কৃতি কৃতি স্যানন

‘রাবতা’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত।

ইতিমধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে খারাপ খবর হলো, দৃশ্যধারণের সময় একটি দুর্ঘটনায় আহত হয়েছেন কৃতি।

সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ছবি ‘রাবতা’, তবে থাকছে ভরপুর মারামারিও। আর মারামারির দৃশ্য ধারনের সময় ছাদে থাকা অবস্থায় কৃতি হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে কনুইয়ে চোট পান। নিচে সেফটি ম্যাট থাকায় বড় রকমের কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্সরে করার পর তাকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার বিপরীতে ছিলেন জ্যাকিপূত্র টাইগার শ্রফ। এরপর গত বছর মুক্তি পায় তার ‘দিলওয়ালে’। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান, কাজল ও বরুণ ধাওয়ান।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।