ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

আকৃতি কাক্কার গাইলেন বাংলা গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, মে ১৬, ২০১৬
আকৃতি কাক্কার গাইলেন বাংলা গান আকৃতি কাক্কার

বলিউডের অনেক ছবিতে গান গেয়ে খ্যাতি পেয়েছেন আকৃতি কাক্কার। এবার বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন তিনি।

অচিরেই সিঙ্গেল আকারে প্রকাশ পাবে এটি।

‘সাটারডে সাটারডে’খ্যাত এই গায়িকার বাংলা গানটির নাম ‘সুখের মিছিল’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ডিজে আকস।

কিছুদিন আগে মুম্বাইয়ের একটি  স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ২৯ বছর বয়সী আকৃতি। ডিজে আকস জানান, রিইকস রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পাবে।  

আকস বলেন, ‘আকৃতি কাক্করের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। দুই ঘন্টারও কম সময়ে তিনি গানটিকে ভয়েস  দেন। কাজটি করে আকৃতি ও বেশ আনন্দিত। ’

বাংলাদেশি হলেও ডিজে আকসের বসবাস দুবাইয়ে। সেখানে সংগীত পরিচালক হিসেবে ‘ওয়াল্ডর্স টপ ডিজে’ পুরস্কার জিতেছেন তিনি। বাংলা গানের পাশাপাশি তিনি কাজ করেছেন ইক্লিসিয়াস, পিটবুল, প্রিয়াঙ্কা চোপড়া, আতিফ আসলাম, সুনিধি চৌহান, মোহিত চৌহান, ব্যান্ড ‘জাল’-এর মতো জনপ্রিয় সংগীত শিল্পীদের সঙ্গে। ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘কিসমত কানেকশন’, ‘রেইস’, ‘রেইস-২’, ‘ডন’, ‘রাজ-২’ প্রভৃতি ছবিতে কাজ করে আকস প্রশংসিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১৬,২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।