ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এলিটা-কিশোরের গান জিপি মিউজিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১৬, ২০১৬
এলিটা-কিশোরের গান জিপি মিউজিকে এলিটা ও কিশোর

কিছুদিন পর সিডি আকারে প্রকাশ পাবে এলিটা ও কিশোরের দ্বৈত অ্যালবাম ‘তুমি আর আমি’। জনপ্রিয় এই দুই শিল্পীর গানগুলো আপাতত উপভোগ করা যাচ্ছে জিপি মিউজিকে।

 প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে তৈরি হয়েছে ‘তুমি আর আমি’। রোববার (১৪ মে) ডিজিট্যালি প্রকাশ করা হয়েছে জিপি মিউজিক অ্যাপসে।  


‘তুমি আর আমি’তে থাকছে এলিটা ও কিশোরের কিছু  দ্বৈত  রোমান্টিক  কথার মেলোরক গান ।  গানগুলো লিখেছেন কবির বকুল ও সোমেশ্বর অলি।  অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। গানগুলো হলো- ‘এখনও তোমার নামে’, ‘রাতের চেয়ে’, ‘ওপারে তো বইছে বাতাস’, ‘একা বোকা চাঁদ’, ‘একটাই তুমি’ ও ‘এমনই একটা প্রেমে’।  


সিডি আকারে প্রকাশের আগে ‘তুমি আর আমি’ অ্যালবামের একাধিক গানের ভিডিও দেখতে পাবেন দর্শক- এমনটাই জানিয়েছেন সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী।  


বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা,  মে ১৬, ২০১৬
জেএম/এসও


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।