ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কৃষ্ণচূড়া ফুলে শুভর প্রেম নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, মে ১৬, ২০১৬
কৃষ্ণচূড়া ফুলে শুভর প্রেম নিবেদন আরিফিন শুভ ও বেনজীর, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজপথ- পথচারী পারাপার, যাত্রী ছাউনি, টেলিফোন বুথ, কৃষ্ণচূড়া গাছ। দৃশ্যটা ইউরোপের কোনো দেশের নয়, এফডিসির।

একটি ছেলে আর একটি মেয়ে হেঁটে যাচ্ছে। কে জানতো কৃষ্ণচূড়া ফুল দিয়ে মেয়েটিকে অবাক করে দেবে ছেলেটি! তারপরই ঘটবে অনভিপ্রেত এক ঘটনা।

চলচ্চিত্র বা নাটকের কাহিনি নয়। আরিফিন শুভ নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। রোববার (১৫ মে) থেকে এর দৃশ্যধারণে অংশও নিচ্ছেন তিনি। শুভর সঙ্গে আছেন বেনজির ইসরাত আখি। ওপরের গল্প সেই বিজ্ঞাপনচিত্রের। ক্রিসেন্ট লেদারের এই টিভিসির দৃশ্যধারণ চলছে এফডিসিতে।

শুটিংয়ের ফাঁকে আরিফিন শুভ জানান, পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। বিজ্ঞাপনে তাকে নায়করূপেই দেখানো হচ্ছে।

বিজ্ঞাপনটি তৈরি করছেন আরিয়ান শাহরিয়ার। শুভকে মডেল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সাজানো হয়েছে অ্যাকশন ও প্রেমের কাহিনী দিয়ে। আরিফিন শুভ প্রথম সারির মডেল ও অভিনেতা। তিনি একইসঙ্গে ক্রিসেন্ট লেদারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। তিনি ব্যক্তিগত জীবনেও এই পণ্যটি ব্যাবহার করেন। তাই শুভই পারবেন এই পণ্যের সুন্দর আবেদন তৈরি করতে। ’
 
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
টিএস/এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।