ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, মে ১৬, ২০১৬
আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া? ঐশ্বরিয়া রাই বচ্চন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। চ‍ারদিকে এখন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

তবে টুইটারে এ খবরটি নিয়ে একটু বেশি আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।  শুক্রবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের তৃতীয় দিনে অ্যাশ দ্যুতি ছড়িয়েছেন লালগালিচায়। তারপর থেকেই এই প্রশ্নটির সৃষ্টি হয়।

কুয়েতের আলি ইউনিসের ডিজাইন করা গাউন পরে নিজের মোহময়ী রূপ দিয়ে দুনিয়াকে মাত করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। লালগালিচায় নিজেকে ফুটিয়ে তুলতে কোনো ত্রুটি রাখেননি ঐশ্বরিয়া।

তবে অনেকেই ঐশ্বরিয়ার ত্রুটি খোঁজার চেষ্টার করেছেন। আর সেই ত্রুটি খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়ার শারীরিক গঠনে। কারণ বলিউডের এই অভিনেত্রীকে লাল গালিচায় (উঁচু পেট) দেখে ধারণা করছেন আবারও মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে টুইটারে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন।  

এ বিষয়টিকে মিথ্যা দাবি করে ঐশ্বরিয়ার একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘এটি সম্পূর্ণ মিথ্যা খবর। নতুন খবর হলো, তিনি (ঐশ্বরিয়া) কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে এসে পরের ছবির ঘোষণা দেবেন ‘  

বাংলাদেম সময়: ০৯০০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।