ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিবাহিত ছিলেন সালমানের প্রেমিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মে ১৫, ২০১৬
বিবাহিত ছিলেন সালমানের প্রেমিকা

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে নিজের প্রেমের কথা ধীরে ধীরে স্বীকার করে নিচ্ছেন সালমান খান। গত শুক্রবার (১৩ মে) প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একই গাড়িতে চড়ে দু’জনের উপস্থিত হওয়া এমনটাই আভাস দিচ্ছে।

এখানেই শেষ নয়, ক’দিন আগে মুম্বাইয়ের বিমানবন্দরে সালমান ও তার মা সালমা খানের সঙ্গে দেখা গিয়েছিলো লুলিয়াকে।

চারদিকে এখন গুঞ্জন চলছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে না-কি বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের সবচেয়ে আলোচিত ব্যাচেলর সালমান।  

সালমানের বিভিন্ন প্রেমের সম্পর্ক নিয়ে মিডিয়াতে কম মাতামাতি হয়নি। এবার তার প্রেমিকা লুলিয়ার অজানা তথ্য ফাঁস করছে ভারতীয় গণমাধ্যমগুলো। বলিউডের এই সুপারস্টারের সঙ্গে প্রেমে জড়ানোর আগে রোমানিয়ান সংগীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিয়ে হয়েছিলো লুলিয়ার। সম্প্রতি প্রাক্তন স্বামীর সঙ্গে তোলা কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

লুলিয়া ও মারিয়াস দু’জন রোমানিয়ান। দীর্ঘদিন প্রেম করার পর ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেটি বেশি দিন স্থায়ী হয়নি। ২০১১ সালে চার বছরের সংসারের ইতি টানেন তারা। সেই একই বছর দুবাইতে ‘এক থা টাইগার’ ছবির দৃশ্যধারণের সময় পরিচয় হয় সালমান-লুলিয়ার।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।