ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

চার্লি চ্যাপলিন নিশো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মে ১৫, ২০১৬
চার্লি চ্যাপলিন নিশো!

চার্লি চ্যাপলিনের অভিনয়ে মুগ্ধ হননা এমন দর্শক খুঁজে পাওয়া দুস্কর। তিনি অভিনেতাদেরও অভিনেতা।

আর তার ভূমিকায় অভিনয় করাও সহজ কাজ নয়। সেই কাজটিই করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার তিনি হাজির হচ্ছেন চার্লি রূপে!

আসছে ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হয়েছে একক নাটক ‘চার্লি চ্যাপলিন’। এতে নাম ভূমিকায় থাকছেন আফরান নিশো। মেহেদি হাসান খান জনির পরিচালনায় নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। শুটিং হয়েছে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন স্থানে। নাটকটিতে নিশোর সহশিল্পী  শারলিন ফারজানা।

’চার্লি চ্যাপলিন’ নাটকে নিশোকে দেখা যাবে একজন হতদরিদ্রের বেশে। তার নাম মজনু। সে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে মানুষকে যাদু দেখায়। এ ছাড়া বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে জোকাড়ের বেশে মানুষকে হাসায়। এভাবেই ছেলেকে নিয়ে জীবনধারনের যুদ্ধে নামে মজনু। মিতু নামের চরিত্রটিতে দেখা যাবে শারলিনকে। আরেকটি বিশেষ চরিত্রে আছেন কায়সার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।