ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শিল্পা বিশ্রামে, সাংবাদিক ডেকে দুঃখ প্রকাশ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, মে ১৩, ২০১৬
শিল্পা বিশ্রামে, সাংবাদিক ডেকে দুঃখ প্রকাশ! শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি শুক্রবার (১৩ মে) সকালে ঢাকায় এসেছেন। কথা ছিলো বিকেল ৩টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

সেভাবে আমন্ত্রণ জানানো হয়েছিলো সংবাদকর্মীদেরকে। কিন্তু আয়োজকদের খামখেয়ালির কারণে শিল্পার দেখা পাননি তারা।

দ্য প্লাটফর্ম আয়োজিত ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিতে শিল্পার এই আগমন। অনুষ্ঠানের আগে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো শিল্পার। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিকেল ৫টায় সাংবাদিকদের হাতে প্রেসলিরিজ ধরিয়ে দিয়ে ‘দুঃখ প্রকাশ’ করে দ্য প্লাটফর্মের কর্মকর্তারা। এ সময় তারা জানান, দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সরাসরি ঢাকায় এসেছেন শিল্পা। বিশ্রামের প্রয়োজনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে অপারগতা প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে তাদের কিছুই করার নেই। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটির গোল নকশায় সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্যাশন শোতে অংশ নেবেন শিল্পা।

এদিকে দ্য প্লাটফর্মের এমন অপেশাদারি আচরণে ক্ষুব্ধ হয়েছেন বিনোদন সাংবাদিকরা। এর আগেও ভারতীয় এক অভিনেত্রীকে ঘিরে এমন কাণ্ড ঘটিয়েছে দ্য প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।