ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

মোদীর প্রশংসায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, মে ১২, ২০১৬
মোদীর প্রশংসায় ঐশ্বরিয়া

নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে নিজেকে গর্বিত মনে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ কারণে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ভারতের জন্য তিনি (নরেন্দ্র মোদী) এখনও পর্যন্ত যা করেছেন তা করা খুব সহজ নয়। জাতি ও দেশের মানুষের জন্য তিনি যা করেছেন তা সত্যিই অতুলনীয়। ’

রাজনীতিতে আসার পরিকল্পনা আছে কি-না এমন প্রশ্নের উত্তরে অ্যাশ জানান, ইচ্ছে নেই।

ঐশ্বরিয়া এখন ব্যস্ত ‘সর্বজিৎ’-এর প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী রণদীপ হুদা ও রীচা চাড্ডা। এটি মুক্তি পাবে ২০ মে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১২, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।