ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কে হবেন বন্ড গার্ল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, মে ১২, ২০১৬
কে হবেন বন্ড গার্ল? প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন

বলিউডের পর হলিউড দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।   শোনা যাচ্ছে, বন্ড গার্ল হিসেবে এবার দেখা যেতে পারে তাদের একজনকে।

সম্প্রতি একটি প্রতিবেদনে জানা যায়, জেমস বন্ড সিরিজের পরবর্তী কিস্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন তারা। যদি সবকিছু ঠিক থাকলে পরবর্তী বন্ড ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা অথবা দীপিকাকে।

দীপিকা এখন ব্যস্ত ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর দৃশ্যধারণ নিয়ে। এরপর তার হাতে কোনো হলিউড প্রজেক্ট নেই। তবে টম ক্রুজের বিপরীতে ‘দ্য মামি’ ছবিতে অভিনয়ের জন্যও অডিশন দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত ‘বেওয়াচ’-এর কাজ নিয়ে। পাশাপাশি ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের কাজও করছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘স্পেকটার’ মুক্তি পায় ২০১৫ সালে। এতে জেমস বন্ডের ভূমিকায়  দেখা গিয়েছিলো ড্যানিয়েল ক্রেগকে। পাশাপাশি বন্ড গার্লের ভূমিকায় ছিলেন লিয়া সেদু এবং মনিকা বেলুচ্চি।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।