ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শহিদকে বাদ দিয়ে বরুণ অথবা রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, মে ১১, ২০১৬
শহিদকে বাদ দিয়ে বরুণ অথবা রণবীর!

গত বছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝালাক দিখলা জা’র মাধ্যমে টেলিভিশনের পর্দায় বিচারক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শহিদ কাপুর। কিন্তু এবারের আসন্ন মৌসুমে হয়তো বাদ পড়তে পারেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানটির দৃশ্যধারণের সময় তাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিলো চ্যানেল কর্তৃপক্ষকে। এ কারণেই মূলত তার সঙ্গে কাজ করতে আগ্রহী নন তারা। এজন্য অন্য কাউকে বিচারক হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আয়োজকরা।

আয়োজকরা ইতোমধ্যেই শহিদ কাপুরের পরিবর্তে বিচারক হিসেবে ঠিক করেছেন বরুণ ধাওয়ান ও রণবীর সিংকে। বলিউডের এই দুই অভিনেতা নাচে খুবই দক্ষ এবং বর্তমান সময়ে তারা বেশ জনপ্রিয়। তবে তাদের দু’জনের মধ্য থেকে কাকে ‘ঝালাক দিখলা জা-৯’-এর বিচারক হিসেবে বেঝে নেওয়া হবে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। অনুষ্ঠানটি শুরু হবে জুন থেকে।

গতবার ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’র ছবির কাজের জন্য শো’র মাঝ আসর থেকে চলে গিয়েছিলেন করণ তবে এবার তিনি আবারও অংশ নিবেন। এছাড়া বিচারক মালাইকা অরোরার পরিবর্তে নেওয়া হতে পারে জ্যাকুলিন ফার্নান্দেজকে।

বাংলাদেশ সময়: ২১৫৪, ১১ মে, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।