ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বন্ধু যখন শত্রু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মে ১১, ২০১৬
বন্ধু যখন শত্রু

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুর। নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে দর্শকদের বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা।

এক সময় বেশ ভালো বন্ধু ছিলেন এ দু’জন। কিন্তু শোনা যাচ্ছে, এখন সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না তাদের।  

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, এ দুই অভিনেত্রী বন্ধু থেকে শত্রু বনে যাওয়ার কারণ হলো আলিয়ার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। ‘এক ভিলেন’ দৃশ্যধারণের সময় সিদ্ধার্থ ও শ্রদ্ধার মধ্যে সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের প্রেম শুরু হয়। এখন শ্রদ্ধার সঙ্গে সিদ্ধার্থকে ছবিতে অভিনয় করতে বারণ করছেন আলিয়া।

পেশাগত দিক থেকেই নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছেন আলিয়া-শ্রদ্ধা। পরস্পরের সঙ্গে অনেকদিন কথাও বলেন না তারা।

এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধা অভিনীত ‘বাঘি’। বক্স অফিসে বাজিমাত করেছে এটি। অন্যদিকে আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ মুক্তির অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, বক্স অফিসে ভালো সাফল্য পাবে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর, কারিনা কাপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।