ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শিমুল মুস্তাফা’র ‘প্রিয়তা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, মে ১১, ২০১৬
শিমুল মুস্তাফা’র ‘প্রিয়তা’

ঢাকা: দীর্ঘ ২০ বছর পর প্রকাশিত হলো প্রথিতযশা বাচিক শিল্পী শিমুল মুস্তাফার নতুন একক আবৃত্তি অ্যালবাম। এর নাম ‘প্রিয়তা’।

এতে তার ভরাটকণ্ঠে আটটি আবৃত্তি রয়েছে।

আবৃত্তিগুলো হলো- ‘চার দেয়ালের নীল’, ‘অনিমেশের ছাড়পত্র’, ‘হাসু আপা’, ‘৭নং সেক্টর থেকে আজাদ’, ‘প্রিয়তায় শারমিন’, ‘বাজান’, ‘প্রিয় খোকা’, ‘মৃত্যু পূর্বের শফিক’।

কবিতাগুলো লিখেছেন কথাসাহিত্যিক মুহাম্মাদ ইমরান। তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর শিমুল মুস্তাফার একক আবৃত্তি অ্যালবাম, তাই একই সঙ্গে শ্রোতাদের ভালো কিছু দেওয়ার তাগিদ এবং চাপ অনুভব করেছি। জীবনবোধের প্রায় সব দরজায় কড়া নাড়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, শ্রোতারা অ্যালবামটি শুনে ঠকবেন না ‘

অ্যালবামটির সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সেলিম। ‘প্রিয়তা’ বাজারে এনেছে লেজার ভিশন।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
জেএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।