ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

আমি ফকির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, মে ৯, ২০১৬
আমি ফকির শাহরুখ খান

সুপারস্টার শাহরুখ খান দুই দশক ধরে বলিউডে রাজ করে চলছেন। বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা করেছেন অথচ নিজেকে ফকির বলে দাবি করলেন তিনি।

খবর হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি একেবারেই ফকির। কখনও আমার সাফলতা উদযাপন করি না। আপনি যদি আমার সঙ্গে একটানা সাতদিন দেখা করেন দেখবেন আমি সেই একই প্যান্ট পরে আছি। আমি সাধারণ মানুষদের দিতে ভালোবাসি। আমি আমার নিজের জন্য কখনও কিছু কিনি না। প্রয়োজন ছাড়া আমি নিজের জন্য অর্থ ব্যয় করতে পছন্দ করি না। ’  

বলিউড বাদশাহ আরও বলেন, “আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, আমি আমার সন্তানদের ইচ্ছাকে ভালোবাসি। আমি গান শুনি না, তাই স্পিকার ক্রয় করি না। আমার অনেক জুতা আছে, কিন্তু এগুলো সব শুটিং থেকে আসে। বড় জিনিস খুব পছন্দ করি এ কারণে আমার বিশাল একটি বাড়ি ও অফিস আছে। যা কিছু আমি আয় করি তার সব অর্থ চলে যায় ছবির পেছনে। এটি (ছবি তৈরি) একমাত্র জিনিস যার জন্য আমি টাকা খরচ করি। কখনও রেস্টুরেন্টে যাই না, বাড়িতেই খাবার খাই। এমনকি নিজের জন্য নতুন কাপড়ও কিনি না। ”

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।