ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

উড়ন্ত ও মারমুখো মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, মে ৯, ২০১৬
উড়ন্ত ও মারমুখো মিলন ‘সাদা কালো প্রেম’ ছবির দৃশ্যে মিলন

উড়ন্ত মিলন আঘাত করছেন একজনকে। দৃশ্যটি দর্শকের চোখে আরাম দেবে।

কিন্তু এর পেছনে খাটুনি কতো- সেটাই বলেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা।

সোমবার দুপুরে (৯ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে আনিসুর রহমান মিলন বলেন, “নতুন ছবি ‘সাদা কালো প্রেম’-এর এন্ড ক্লাইমেক্সের শুটিং করতে গিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কাজটি সফলভাবে শেষ করে এখন ভালো লাগছে। ”

ডামি না থাকায় নিজের চেষ্টাতেই উড়ন্ত শট ঠিকঠাকভাবে সম্পন্ন করেছেন মিলন। তিনি জানান, কাজটি তার জন্য সহজ ছিলো না। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয়বারের চেষ্টাতেই দৃশ্যটি সফলভাবে শেষ করেছেন তিনি।

৯ এপ্রিল আশুলিয়ায় ছবিটির এন্ড ক্লাইমেক্সের এই দৃশ্য ধারণ করা হয়। মিলন জানান, দৃশ্যটি সফল করার জন্য তাকে একইসঙ্গে চারটি কাজ করতে হয়েছে। এগুলো হলো- লাফ দিয়ে ওপরে বা শূন্যে ওঠা, কারাতে পজিশন ঠিক রাখা, সহশিল্পীর গায়ে পা দিয়ে আঘাত করা এবং সবশেষে নিচেও ঠিকমতো পড়া।   

শাহ আলম মন্ডল পরিচালিত ছবিতে মিলনের বিপরীতে অভিনয় করছেন নবাগত এমিয়া এমি। এছাড়া থাকছেন বাপ্পী।

মিলন অভিনীত ‘পোড়া মন’, ‘দেহরক্ষী’, ‘অনেক সাধের ময়না’ প্রভৃতি ছবিগুলো দর্শকপ্রিয়তা পায়। মিলনের মুক্তির অপেক্ষায় আছে ‘ক্রাইম রোড’, ‘রাজনীতি’, ‘রাত্রির যাত্রী’, ‘ওয়ান ওয়ে’সহ কয়েকটি ছবি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৬

এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।