ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

হলিউড ছবির জন্য চেষ্টা করছেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মে ৯, ২০১৬
হলিউড ছবির জন্য চেষ্টা করছেন সোনম সোনম কাপুর

বলিউড অভিনেত্রীদের মনে এখন সুপ্ত বাসনা হলিউডে কাজ করার। অবশ্য সবাই এ বিষয়টি স্বীকার করেন না।

সোনম কাপুরকে এ ক্ষেত্রে একেবারেই স্পষ্টবাদী বলা যায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি চেষ্টা করছি এবং হলিউডের বেশকিছু ছবির জন্য অডিশন দিয়েছি। কিন্তু এখনো উল্লেখযোগ্য কিছু পাইনি যার জন্য নিজের সময় ও শ্রম খরচ করতে পারি। ’

তিনি আরও বলেন, ‘আমি এখনই সঠিক ছবিটা করতে চাই। আমার মনে হয় এটাই সেরা সময় আমার জন্য। সঠিক কাজের জন্য অপেক্ষা করে থাকার জন্য সাহসের প্রয়োজন হয়। ’

সর্বশেষ ‘নীরজা’ ছবিতে দেখা গেছে সোনমকে। নীরজা ভানটের জীবনী নিয়ে তৈরি ছবিটিতে সোনমের অভিনয় প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময: ১০৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।