ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

শ্রদ্ধার সাফল্যের হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ৩, ২০১৬
শ্রদ্ধার সাফল্যের হ্যাটট্রিক শ্রদ্ধা কাপুর

‘এক ভিলেন’ ও ‘এবিসিডি টু’র পর এবার ‘বাঘি’- বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের এই তিনটি ছবিই মুক্তির প্রথম দিনে বক্স অফিসে কমপক্ষে ১০ কোটি রুপি আয়ের নজির গড়েছে। ফলে এদিক দিয়ে সাফল্যের হ্যাটট্রিক করলেন তিনি।

‘এক ভিলেন’ (২০১৪) মুক্তির প্রথম দিনে আয় করে ১৬ কোটি ৭২ লাখ। গত বছর ‘এবিসিডি টু’ ১৪ কোটি তিন লাখ আর গত ২৯ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘বাঘি’ আয় করেছে ১১ কোটি ৮৭ লাখ রুপি।

‘বাঘি’র মাধ্যমে অ্যাকশন চরিত্রেও মানিয়ে যাওয়ার প্রমাণ দিয়ে সফল হলেন শ্রদ্ধা। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমার এখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এটা অনেকটা পরাবাস্তব আর রোমাঞ্চকর। আমার কাছে বক্স অফিস কালেকশন হলো দর্শকদের ভালোবাসা ও সমর্থনের নিদর্শন। প্রতিবার আরও ভালো কাজ করার ক্ষেত্রে এটা আমাকে এগিয়ে দেয়। ’

এদিকে ব্যক্তিজীবনে এখন একা বলে জানিয়েছেন শ্রদ্ধা। ‘আশিকি টু’ তারকা আদিত্য রয় কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিলো একসময় সবার মুখে মুখে। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তারা আবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে গুজব উঠেছে। কারণ ‘ওকে জানু’ নামের একটি ছবিতে ফের জুটি বেঁধেছেন দু’জনে। কিন্তু শ্রদ্ধার মতে, ‘এসব গুঞ্জন পুরনো হয়ে গেছে। আমি একাই আছি। ’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।