ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রথমবার নানা বাড়িতে পরী মনি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, এপ্রিল ৭, ২০১৬
প্রথমবার নানা বাড়িতে পরী মনি! পরী মনি

টানা দৃশ্যধারণ চলছে ‘অন্তর জ্বালা’ ছবির। ৪৫ দিন আউটডোরে আছে ছবির ইউনিট।

নায়িকা পরী মনিও আছেন সবার সঙ্গে। মজার ব্যাপার হচ্ছে, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কাজ করলেও পরী এবারই প্রথম শুটিং করছেন নিজ এলাকায়, তাও নানা বাড়িতে!


মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবির ইউনিট এখন পিরোজপুরের মঠবাড়িয়ায়। পরীর নানা বাড়ি সেখানেই। মামার দেশে নায়িকা ভাগ্নিকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। পরীর শুটিংয়ের দিনগুলোও উপভো্গ্য হয়ে উঠেছে চেনাজানা কিছু মুখ পেয়ে। এ কারণে উচ্ছ্বসিত আলোচিত এই নায়িকা।

‘অন্তর জ্বালা’ নিয়ে আশাবাদী পরিচালক মালেক আফসারী। তিনি জানান, ছবিটিতে পরী মনি সনাতন ধর্মের সুন্দরী তরুনী। তার নাম সোনা। সে পছন্দ করে মুসলিম এক তরুণকে। এ নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতের ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান, মৌমিতা, বড়দা মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।