ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফিয়ন্সের বিরুদ্ধে বিয়ন্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, এপ্রিল ৭, ২০১৬
ফিয়ন্সের বিরুদ্ধে বিয়ন্সে বিয়ন্সে

নিজের প্রতিষ্ঠানের নামে কেউ মামলা করে নাকি? তবে এমনটাই করেছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। নিজের কোম্পানি ‘ফিয়ন্সে’র নামে মামলা করেছেন তিনি।

রহস্য কী?

একটি অনলাইন প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরেই বিয়ন্সের প্রতিষ্ঠান ‘ফিয়ন্সে’র নাম ব্যবহার করে কাপড়, কফি মগ ও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছিলো। এমনকি ৩৪ বছর বয়সী এই গায়িকার বিখ্যাত গান ‘সিঙ্গল লেডিজ’-এর নাম ব্যবহার করেও সেই কোম্পানি তাদের প্রডাক্টের ডিজাইন করে যাচ্ছে। এ অবস্থায় আইনের স্মরণাপন্ন হলেন এই পপ তারকা।

গত ৫ এপ্রিল ম্যানহাটন ফেডারেল কোর্টে কপিরাইট আইন লঙ্ঘনের কারণে একটি মামলা দায়ের করেছেন বিয়ন্সে। তার দাবি, ওই প্রতিষ্ঠান বেআইনিভাবে যতো টাকা ব্যবসা করেছে সবটা ফেরত দিতে হবে তাকে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএসকে/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।