ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

অমিতাভকে ক্রিস গেইলের চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, এপ্রিল ৭, ২০১৬
অমিতাভকে ক্রিস গেইলের চ্যালেঞ্জ অমিতাভ বচ্চন ও ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের মনে দারুণ ছাপ ফেলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কিছুদিন আগে তার বাড়িতে নৈশভোজ করতে এসেছিলেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

সেখানে পূর্ব নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় কাটান তিনি। দু’জনে নিয়মিত যোগাযোগ করার কথা দেন একে অপরকে।

নতুন খবর হলো, নিজের দলের খেলোয়াড় ডোয়াইন ব্র্যাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানটি বিগ বি’সহ বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে উৎসর্গ করলেন গেইল। ইনস্টাগ্রামে তার এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্র্যাভোর চ্যালেঞ্জ নিয়ে ‘চ্যাম্পিয়ন’ গানের তালে নাচছেন গেইল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্র্যাভো তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এখন আমি মনোনীত করছি অমিতাভ বচ্চন, বিরাট কোহলি ও এ.বি ডি ভিলিয়ার্সকে। ’ যারা গেইলের মন জয় করেছেন, তাদের মধ্যে থাকতে পেরে আনন্দিত ৭৩ বছর বয়সী অমিতাভ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।