ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

ধোনি ও বিরাটের সঙ্গে কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, এপ্রিল ৭, ২০১৬
ধোনি ও বিরাটের সঙ্গে কঙ্গনা মহেন্দ্র সিং ধোনি, কঙ্গনা রনৌত ও বিরাট কোহলি

ভারতের দুই জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তবে কোনো ছবির জন্য নয়, একটি বিজ্ঞাপনের মডেল হবেন এই তিনজন।

এটি তৈরি করছেন ‘পিকে’খ্যাত নির্মাতা রাজকুমার হিরানি।

হিরানির ঘনিষ্ঠসূত্র জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) মুম্বাইয়ে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা। পুরো একদিন এই দৃশ্যধারণের কাজ চলবে। তবে বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে। শোনা যাচ্ছে, বিজ্ঞাপনচিত্রটি এবারের আইপিএল চলাকালে প্রচার হতে পারে।

এর আগে ক্রিকেটারদের সঙ্গে তিনজন বলিউড অভিনেত্রী মডেল হয়েছেন। তাদের মধ্যে বিরাট কোহলি আনুশকা শর্মার সঙ্গে, ক্রিস গেইলকে প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গে ও ধোনিকে দেখা গেছে প্রীতি জিনতার সঙ্গে।

কঙ্গনা এখন ব্যস্ত ‘রেঙ্গুন’-এর কাজ নিয়ে। বিজ্ঞাপনের দৃশ্যধারণের জন্য ছবির কাজ থেকে বিরতি নিয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। ‘রেঙ্গুন’-এ বলিউডের এই অভিনেত্রীর সহশিল্পী শহিদ কাপুর ও সাইফ আলি খান। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।