ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, এপ্রিল ৫, ২০১৬
পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু বুধবার

পাবনা: বাংলা চলচ্চিত্রের মহানায়িকাখ্যাত সুচিত্রা সেন স্মরণে পাবনায় শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব-২০১৬’।

 

বুধবার (০৬ এপ্রিল) বিকেল ৫টায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে তার ৮৫তম জন্মদিনের কেক কেটে ও র‌্যালির মধ্য দিয়ে উৎসব শুরু হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো: মনিরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি কামাল সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।

উৎসবে প্রতিদিন সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। উৎসবের উদ্বোধন করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।