ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

দীপিকাকে নকল করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, এপ্রিল ৫, ২০১৬
দীপিকাকে নকল করলেন শাহরুখ

নিজের নতুন ছবি ‘ফ্যান’-এর প্রচারণার জন্য নিত্যনতুন বিপণন কৌশল অবলম্বন করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাই টুইটারে ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

শাহরুখের কাছে বিশেষ কোনো অনুরোধ থাকলে ভক্তদেরকে তা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। সেগুলোর মধ্যে কয়েকটি অনুরোধ রাখবেন বলে প্রতিশ্রুতি দেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

ভক্তরা নানান রকম অনুরোধের ঢেঁকি পাঠিয়েছেন শাহরুখের কাছে। এর মধ্যে নিজের সহশিল্পীকে নকল করে দেখানোর অনুরোধও এসেছে। উত্তরে তিনি বলেছেন, ‘সহশিল্পীকে নকল করা খুবই সহজ ব্যাপার আমার জন্য। চ্যালেঞ্জটা নিলাম এবং করে দেখালাম। ’ 

‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের হাত ধরে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। তার আওড়ানো বিখ্যাত সংলাপ ‘এক চুটকি সিন্দুর’ অনুকরণ করে দেখান শাহরুখ। এই সংলাপ বলার সময় ক্যামেরা শাহরুখের কোমরে নেমে আসে। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘দীপিকা অনেক লম্বা না? এজন্য মাঝে মধ্যে ফ্রেমের বাইরে চলে যায় সে!’

মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল। এতে সুপারস্টার আরিয়ান খান্না ও তার অন্ধভক্ত গৌরবের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। তার বিপরীতে আছেন ওয়ালুশা ডি’সুজা। ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।  

* ভক্তদের অনুরোধ রাখা শাহরুখ খানের ভিডিও দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।